ফেনীর খাইয়ারায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

প্রকাশ | ১৮ মে ২০২৫, ১৩:০৭

ফেনী প্রতিনিধি
ফাইল ছবি

ফেনীর খাইয়ারায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিতু নামে ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী  নিহত হয়েছেন ।

 ১৭ মে শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,  ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে  একটি দ্রুতগামী গাড়ি মিতুকে চাপা দেয়। স্থানীয় লোকজন  তাকে উদ্ধার করে ফেনী শহরের  হাসপাতালে নিয়ে  আসার পথেই  মারা যান তিনি।

মিতু তাদের খাইয়ারায় গ্রামের বাড়ি থেকে শহরের  মাস্টার পাড়া বাসায়  আসছিলেন। 

 ফাজিল পুর হাইওয়ে থানার ওসি  মোঃ জাকারিয়া এর সত্যতা  নিশ্চিত করে বলেন,  মরদেহ  ফেনী জেনারেল হাসপাতালে  মর্গে  রাখা হয়েছে।