চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামে বৈষম্যবিরোধীর দুই নেতাকে বহিষ্কার
প্রকাশ | ১৮ মে ২০২৫, ১৪:২২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার পর চাঁদাবাজির অভিযোগে আরও দুইজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে সংগঠনটি।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় বৈছাআ নগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত পৃথক বহিষ্কারাদেশে এসব তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুজন হলেন— বৈষম্যবিরোধী চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব আবুল বাছির নাঈম এবং একই কমিটির সংগঠক শাহরিয়ার সিকদার।
আদেশে বলা হয়, বন্দর থানায় ব্যাবসায়ীকে হেনস্থা করে চাঁদাবাজির অভিযোগে আবুল বাছির নাঈমকে বৈষম্যবিরোধী চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হলো।
অপরাদেশে বলা হয়, সম্প্রতি ‘চ্যানেল টোয়েন্টি ফোর’ মিডিয়ায় প্রকাশিত সংবাদ এবং চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হওয়ার ঘটনায় ‘শাহরিয়ার সিকদার’কে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চট্টগ্রাম মহানগর এর সংগঠক পদ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে, পৃথক আরেক বহিষ্কারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও ভাইরাল হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বৈছাআ।