কুমিল্লায় চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যার আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার
প্রকাশ | ১৮ মে ২০২৫, ১৪:৩৪

কুমিল্লায় চাঞ্চল্যকর ভ্যানচালক মো. ছফিউল্লাহ হত্যা মামলার আসামি মো. রাছেল হোসেনকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (১৭ মে) রাতে র্যাব-কুমিল্লা ক্যাম্পের একটি দল পটুয়াখালীর বাউফল উপজেলার নগরের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ছফিউল্লাহ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ রবিবার (১৮ মে) সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার লে. কমান্ডার মাহমুদুল হাসান।
র্যাব জানায়, দেবীদ্বার উপজেলার ত্রিবিদ্যা গ্রামের মো. ছফিউল্লাহ (৪৩) নামে এক ভ্যানচালক গত ৬ মে দুপুরে নৃশংসভাবে খুন হন।
এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরদিন ভিকটিমের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে দেবীদ্বার থানায় হত্যা মামলা করেন।
জানা যায়, ভিকটিম ছফিউল্লাহর সঙ্গে একই উপজেলার আন্দিরপাড় গ্রামের গ্রেপ্তার আসামি মো. রাছেল হোসেনের (৩৫) সু-সম্পর্ক ছিল।
এ অবস্থায় রাছেল ভিকটিমের কাছে ৪৫ হাজার টাকা ধার নেন। পরবর্তীতে রাছেল পাওনা টাকা ফেরত না দিয়ে ভিকটিমকে বিভিন্নভাবে ঘোরাতে থাকেন।
এতে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে রাছেল পাওনা টাকা ফেরত দেবে মর্মে ৬ মে ভিকটিমকে তার গ্যারেজে যেতে বলে।
ভিকটিম গ্যারেজে গেলে রাছেল পূর্বপরিকল্পিতভাবে গ্যারেজে থাকা শাবল দিয়ে ভিকটিমের মাথা ও বুকে গুরুতর আঘাত করে।
পরে রাছেল ড্রিল মেশিন দিয়ে ছফিউল্লাহর চোখ উপড়ে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় রাছেলকে পটুয়াখালীর বাউফল উপজেলার নগরের হাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ (রবিবার) তাকে দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।