আমতলীতে যানজট নিরসনকল্পে মতবিনিময় সভা
প্রকাশ | ১৮ মে ২০২৫, ১৫:০৪

বরগুনার আমতলী থানার উদ্যোগে যানজট নিরসনকল্পে রবিবার সকালে আমতলী থানা হল রুমে বাস চালক, ট্রাক চালক, মাহেন্দ্রা চালক, মটর সাইকেল চালক, সিএনজি চালক, অটো রিক্সা চালকদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল।
আমতলী থানা অফিসার ইন চার্জ মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, ওসি (তদন্ত) আমির হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. বদরুদ্দোজা তালুকদার, র্কোট ইন্সপেক্টর মো. বশির উদ্দিন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি মো. সোহাগ মিয়া, থ্রী হুইলার সমিতির সাধারণ সম্পাদক মন্জুরুল কবীর, সাবেক কাউন্সিলর হোসেন সিদ্দিক রেজওয়ান, সাংবাদিক মো. মনিরুল ইসলাম, সাইদ খোকন, মাহেন্দ্রা চালক রফিকুল ইসলাম, আবুল কালাম মুন্সি, সিএনজি চালক মো. নজরুল ইসলাম প্রমুখ ।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার আমতলী চৌরাস্তা ও বটতলা বাস স্ট্যান্ডের বিভিন্ন দোকান মালিকদের পণ্য রাস্তায় না রাখার ব্যাপারে সচেতন করেন ।