গোদাগাড়ীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার মামলায় চাচা গ্রেপ্তার

প্রকাশ | ১৮ মে ২০২৫, ১৫:২৬

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৫)

রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক বিরোধের জেরে ভাতিজা কাউসার আহমেদ ওরফে রকি (২৫) হত্যার ঘটনায় দেড় মাস পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন চাচা রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৫)। শনিবার (১৭ মে) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে র‌্যাব-৫।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিউল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামের বাসিন্দা এবং মৃত তাহসান মহুরীর ছেলে। গত ১ এপ্রিল পারিবারিক কলহের জেরে ধারালো হাঁসুয়া দিয়ে তিনি ভাতিজা কাউসারকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। র‌্যাব-৫ বিষয়টি ছায়া তদন্তে নেয় এবং পলাতক রবিউল ইসলামের অবস্থান শনাক্তে গোয়েন্দা কার্যক্রম জোরদার করে। অবশেষে ঢাকায় তাঁর অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, পারিবারিক বিরোধের সূত্রপাত ঘটে কাউসারের চাচাতো বোনকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে। এর প্রতিক্রিয়ায় রবিউল ক্ষিপ্ত হয়ে হত্যাকাণ্ড ঘটান। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।