গোবিন্দগঞ্জে কালবৈশাখীতে গাছ চাপায় নারীর মৃত্যু

ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশ | ১৮ মে ২০২৫, ১৬:৪২

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগগেঞ্জ ঝড়ে ঘরের চালার ওপর ভেঙে পড়া গাছের ডাল: ছবি যায়যায়দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

গত শনিবার (১৭ মে) রাতে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে পৌরসভাসহ ১৭টি ইউনিয়নের প্রায় সর্বত্রই উঠতি বোরো ধান, ভুট্টা, পাট ও আখ ক্ষেত, গাছপালা এবং কাঁচা ও আধাপাকা স্কুল-মাদ্রাসা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 
এর মধ্যে ঘরের ওপর বটগাছের মোটা ডাল ভেঙে পড়ায় এর নিচে চাপা পড়ে এক নারী চা দোকানী নিহত হয়েছেন। 
এ সময় বিভিন্ন স্থানে আহত হয়েছেন বেশ কয়েকজন। পৌরশহর সহ উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো উপজেলা। 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে দশটার দিকে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন বালুয়া তমিজ উদ্দিন দাখিল মাদ্রাসা লন্ডভন্ড হয়ে যায়।
এছাড়াও মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ সড়কে গোপালপুর নামক স্থানে বিশাল একটি গাছ পড়ে চলাচল বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিসের একটি দল এসে গাছ কেটে সরিয়ে নিলে ১৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারের কয়েকটি দোকানঘরের উপর একটি বটগাছের বড় ডাল ভেঙে পড়ে। 
এ সময় বাজারের চা দোকানী শাপলা বেগম (৩৮) এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 
তার স্বামী পাশের চকমাকড়া গ্রামের খোকা মিয়া কেনাকাটা করতে অন্য দোকানে গিয়ে আটকা পড়ায় প্রাণে বেঁচে যান। 

ঝড়ের পরপরই রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল চৌধুরী ডিউক ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য জরিপ করা হচ্ছে। শিগগিরই ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।