দুপচাঁচিয়ায় বিশ্ববিদ্যালয় ক্লাবের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ | ১৮ মে ২০২৫, ১৬:৫৯

বগুড়ার দুপচাঁচিয়ায় সামাজিক ও অরাজনৈতিক সংগঠন বিশ্ববিদ্যালয় ক্লাবের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৭মে শনিবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকিরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমীর ভারপ্রাপ্ত পরিচালক ড. আব্দুল মজিদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ড. জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ক্লাবের সম্পাদক মণ্ডলীর সদস্য উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, ক্লাবের সাবেক সভাপতি অসীম কুমার দাস, আব্দুল মান্নান খান, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ,স্থায়ী কমিটির সদস্য মাসুদ পারভেজ, সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ারুল আজাদ লিটন, নজরুল ইসলাম, আশরাফুল আলম প্রমুখ।
এসময় ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্লাবের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।