রাউজানে ট্রাকসহ ৮ গরু উদ্ধার

প্রকাশ | ১৮ মে ২০২৫, ২১:১৩

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

কোরবানী ঈদকে সামনে রেখে মৌসুমী গরু ব্যবসায়ীদের এক ট্রাক গরু ছিনতাই করেছে দুর্বত্তদের দল। গত ১৭ মে শনিবার রাতে এই ছিনতাই ঘটনা ঘটে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পথে রাউজান রাবার বাগান এলাকায়।

এই ঘটনার সংবাদ পেয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ দল দ্রুত অভিযানে নেমে ছিনতাই করা নয়টি গরুর মধ্যে আটটি উদ্ধার করে করতে সক্ষম হয়। ছিনতাইকারীরা পুলিশ দলে উপস্থিতি দেখে পালিয়ে গেলেও  তাদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায় বোয়ালখালী উপজেলার এক গরু ব্যবসায়ী কোরবানী ঈদের বাজারে বিক্রি করতে রাঙ্গামাটির দুর্গম এলাকার মাইনী বাজার থেকে নয়টি গরু কিনে ট্রাকে করে নিয়ে আসছিলেন। গরুবাহী ট্রাকটি রাউজান পৌর এলাকা নয় নম্বর ওয়ার্ডের রাবার বাগানের কাছে আসলে এক দল অস্ত্রধারী দুবৃর্ত্ত  ট্রাকটির গতিরোধ করে। তারা গাড়ি থেকে টেনে হেঁছড়ে চালক ও ব্যবসায়ীকে ফেলে দিয়ে গরুসহ ট্রাকটি নিয়ে যায় রাবার বাগানের ভিতরে। এমন পরিস্থিতির শিকার ব্যবসায়ী থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ দ্রæত অভিযানে বের হয়।  পুলিশ দল রাবার বাগানের গভীরে রাতে অভিযান চালিয়ে ট্রাকসহ আটটি গরু উদ্ধার করে। সেখান থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে। 

 ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আবদুর রহিম জানিয়েছেন ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ দেড় লাখ টাকা ও একটি মোবাইল ফোনও নিয়ে যায়। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ছিনতাই করার নয়টি গরুর মধ্যে আটটি উদ্ধার করা করা হয়েছে। অপর একটি গরু উদ্ধারের চেষ্টা চলছে। জব্দ করা মোটরসাইকেল মালিকের সূত্র ধরে আসামীদের শনাক্ত করা গেছে। এ ঘটনায়  মামলা রুজু প্রক্রিয়া চলছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরে গরুগুলো মালিকের হাতে হস্তান্তর করা হবে।