বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বরিশালে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার 

বরিশাল অফিস
  ১৯ মে ২০২৫, ১৪:১৫
বরিশালে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার 
বরিশালে অনুষ্ঠিত বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ।

বরিশালে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

1

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার। শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার শেখ জহির উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালযের উপ-পরিচালক এ.কে.এম আখতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ ও জাবির আহম্দে। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহজাদী আক্তার।

সেমিনারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে কামার, কুমার, নাপিত, বাঁশ-বেত পণ্য, কাঁশা-পিতল সামগ্রী, মুচি, বাদ্যযন্ত্র, নকশী কাঁথা, লোকজযন্ত্র, শিতলপাটি ও শতরঞ্জী তৈরীর সাথে জড়িত পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে আলোচকরা কিভাবে দেশের বাজারে এসব পণ্যর বিক্রি বাড়ে ও পেশার সাথে জড়িতরা আর্থিকভাবে স্বাবলম্বী হয় তা নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে