তারুণ্যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

প্রকাশ | ১৯ মে ২০২৫, ১৫:০৩

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
বোনারপাড়া উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভা। ছবি: যায়যায়দিন

গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে আগামী ২৪ মে  "তারুণ্যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ" সফল করার লক্ষ্যে কর্মীদের  নিয়ে বোনারপাড়া উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। 

এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপি'র সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল মঈন প্রধান লাবু।

এ ছাড়া জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জীম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম সাহিদ ইকবাল সহ জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।