নালিতাবাড়ীতে অসুস্থ গরুর মাংস বিক্রি

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশ | ১৯ মে ২০২৫, ১৫:৩০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন: যায়যায়দিন

শেরপুরের নালিতাবাড়ীতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক মাংস বিক্রেতাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ডসহ সেই মাংস জব্দ করা হয়।

জানা গেছে, নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার  গোস্ত মহলে মাংস বিক্রেতা হাফিজ গতকাল রোববার (১৮  মে) ভোরে  একটি অসুস্থ মৃতপ্রায় গরু ৩৫  হাজার  টাকায়  কেনেন। এর পর সেই রোগাক্রান্ত গরু জবাই করে তার মাংস বিক্রি করছিলেন।

গোপন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। এর পর অভিযুক্ত  হাফিজকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করে।  এছাড়াও  অসুস্থ  রোগাক্রান্ত  গরুর মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ  আদালত।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী সহকারী  কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

জানতে চাইালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি ডা.  সাকিব হোসেন সাগর জানান, গরু জবাইয়ের আগে পরীক্ষা  নিরীক্ষা করে সনদ দেওয়ার নিয়ম। বড় গরু জবাইয়ের আগে মাংস বিক্রেতারা গরু নিয়ে আসেন না, সনদও নেন না। মাঝখানে জবাই  সনদ বন্ধ ছিল। আবার চালু করা হবে।