পার্বতীপুর মডেল থানায় নতুন ওসি আব্দুল্লাহ আল মামুন

প্রকাশ | ১৯ মে ২০২৫, ১৬:১৭

পার্বতীপুর (পার্বতীপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন: ছবি যায়যায়দিন

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়িত হলেন বাংলাদেশ পুলিশের চৌকস অফিসার আব্দুল্লাহ আল মামুন। 
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে তিনি ২০১০ সালে সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

 ইন্সপেক্টর পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে দায়িত্ব পালন করেন। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 

রাজশাহী জেলার অধিবাসী আব্দুল্লাহ আল মামুন ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক এবং তার স্ত্রী একজন শিক্ষিকা।
তিনি ওসি হিসেবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য পার্বতীপুরের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।