দাগনভূঞায় দিনব্যাপী পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশ | ১৯ মে ২০২৫, ২১:০৭

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

(১৯ মে) সোমবার সকালে উপজেলার একটি চাইনিজ রেস্টুরেন্টে দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা হতে পিএফএস ও নন-পিএফএস সদস্য, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ১০০ জন কংগ্রেসে অংশগ্রহণ করেন। 

উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুজ্জামান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফেনী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ। 
এ সময় বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ আবু কাউসার মোহাম্মদ সারোয়ার, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনাগাজীর কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আল আমিন, দাগনভূঞার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার লুৎফুল হায়দার ভূঁইয়া সহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষির বিভিন্ন  সমবায় সমিতির সদস্যবৃন্দ।