ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ | ২০ মে ২০২৫, ১৩:৪৪

নীলফামারীর ডোমারে ট্রাক এবং ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রমোথ কুমার সেন (৫০) নামের একজন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহত প্রমোথ কুমার সেন (৫০) ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার মৃত লক্ষ্মণ মোহন সেনের ছেলে।
দুর্ঘটনাটি ঘটেছে, সোমবার (১৯ মে) রাতে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মাইনুলের মোড় থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারে ধান কেটে পালা করে রেখেছিলেন স্থানীয় কৃষকরা। এমতাবস্থায় ডিমলা থেকে বোড়াগাড়ীগামী একটি পাথরভর্তি ট্রাক ধানের পালার নিকটবর্তী হলে এবং বিপরীত দিক থেকে ডিমলামুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুতগতিতে পাশ কাটাতে গেলে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত প্রমোথ কুমার রায়, ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩৮) এবং দিনাজপুর থেকে আগত যাত্রী মৃত কাইছার আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৩)সহ ৩জনকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রমোথ কুমার মারা যান। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপালে রেফার্ড করা হয়েছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।