ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কা

যান চলাচলে বিঘ্ন

প্রকাশ | ২০ মে ২০২৫, ১৫:৩৯

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে ফ্লাইওভারের উচ্চতার প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লেগে আটকে যাওয়া কাভার্ডভ্যান: ছবি যায়যায়দিন

চট্টগ্রামের নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের উচ্চতার প্রতিবন্ধকের সঙ্গে একটি কাভার্ডভ্যানের ধাক্কা লেগে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। 
খবর পেয়ে কাভার্ডভ্যানটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইওভারের ২ নং গেট বায়েজিদ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে ফ্লাইওভারের বায়েজিদ রোডে যাওয়ার মুখে উচ্চতা একটি কাভার্ডভ্যান প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লাগে। 
এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্লাইওভারের উচ্চতা প্রতিরোধকের কিছু অংশ ভেঙে যায়। এ সময় ওই রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে সিএমপির ট্রাফিক উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শামীম হোসেন বলেন, ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশ কাজ করেন। 
রেকারও দিয়ে কাভার্ডভ্যানটি সরানোর কাজ করা হয়। ওই সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।