পাহাড়ি ঢলে ভেসে আসা কয়লা কুড়াতে হিড়িক

প্রকাশ | ২০ মে ২০২৫, ১৭:২১

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলে ভারত থেকে ভেসে আসা কয়লা কুড়াতে ব্যস্ত স্থানীয়রা: ছবি যায়যায়দিন

টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে ভারত থেকে ভেসে আসছে কয়লা। সেই কয়লা কুড়াতে হিড়িক পড়েছে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায়।

গত সোমবার (১৯ মে) রাতভর ভারতের মেঘালয় ভারী বৃষ্টিপাত হয়েছে। মেঘালয়ে ভারী বৃষ্টিপাতে আজ মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই পাহাড়ি ঢল নামে চারাগাও ছড়া দিয়ে। ঢলের পানিতে ভারতে থেকে বালির সঙ্গে প্রচুর পরিমান কয়লা ভেসে আসে। 

মঙ্গলবার সকাল থেকেই এসব কয়লা কুড়াতে স্থানীয় শ্রমজীবী নারী-পুরুষ ও শিশুদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। 
বেলচা,কোদাল, চালুনি কিংবা মাছ ধরার ছোট জাল হাতে যে যেভাবে পারেন নেমে পড়েছেন কয়লা কুড়াতে।

স্থানীয়রা জানান, মেঘালয় পাহাড়ে ভারী বৃষ্টি হলে ভারতের ব্যাবসায়ীদের কয়লা পানিতে ভেসে আসে। ভেসে আসা কয়লা সংগ্রহ করে শ্রমিকেরা বস্তায় ভরে বাড়িতে নিয়ে রাখেন। স্থানীয়ভাবে এগুলোকে ‘বাংলা কয়লা’ বলা হয়। পরে বাংলা কয়লা ব্যবসায়ীরা শ্রমিকদের কাছ থেকে এসব কিনে নেন। 
একজন শ্রমিক দিনে ৪ থেকে ৫ বস্ত কয়লা সংগ্রহ করতে পারেন। প্রতি বস্তা বাংলা কয়লা বিক্রি হয় ২৫০ থেকে ৩০০ টাকা।

তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের সাধারণ সম্পাদক ও বড়দল দক্ষিন ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সবুজ আলম বলেন, স্থানীয় পাহাড়ি ঢলে ভেসে আসা কয়লাকে বাংলা কয়লা বলা হয়। এ
ই বাংলা কয়লা কুড়িয়ে কিছু মানুষ রোজগারের সুযোগ পান। তবে মাঝে মধ্যে বিক্রি সময় প্রশাসনের বাধার মুখে পরেন তারা।