সাপের কামড়কে পিঁপড়ার কামড় ভেবে ঘুম, অঃপর মৃত্যু

প্রকাশ | ২০ মে ২০২৫, ১৯:১৫

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে সাপের কামড়ে আব্দুল কুদ্দুস নামে একজনের মৃত্যু হয়েছে। পিঁপড়ার কামড় ভেবে অবহেলা করে ঘুমিয়ে পড়লেও অসুস্থ অনুভব করে জেগে দেখেন মেঝেতে সাপ। 

এর কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান তিনি। করুণ এমন মৃত্যুর ঘটনা ঘটেছে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্ৰামে।

মঙ্গলবার (২০ মে) ভোর ৫টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে সোমবার দিবাগত রাত ৩টায় তিনি তাঁর নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় কামড় অনুভব করেন। পরে মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। 

নিহত আব্দুল কুদ্দুস (৬৮) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। তিনি বেশ কয়েক বছর দরে শ্রীপুরের নিজ মাওনা গ্ৰামে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনের বাড়িতে থেকে মজুরি ভিত্তিক কাজ করতেন। 

স্থানীয় কয়েকটি সুত্র ও নিহত আব্দুল কুদ্দুসের স্ত্রী এশা আক্তারের সাথে কথা বলে জানা যায়, রাতের বেলা ঘুমন্ত অবস্থায় আব্দুল কুদ্দুসের পায়ে কোনোকিছুর কামড় অনুভব করেন। কামড়ে তাঁর ঘুম ভেঙ্গে যায়। 

এরপর পিঁপড়ার কামড় ভেবে গুরুত্ব না দিয়ে তিনি আবারও ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তাঁর শরীর ঠান্ডা হয়ে যেতে থাকে। তিনি জেগে দেখেন তার ঘরের মেঝেতে একটি সাপ শুয়ে আছে । এরপর সাপে কেটেছে বলে ধারণা হয় তাঁর। 

তিনি ওই সাপকে মেরে চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজনকে ডাকলে তারা এসে ঘটনা শুনে তাঁকে স্থানীয় একটি ফার্মেসি নিয়ে যায়। সেখানে তাঁকে  সাপে কাটার ইনজেকশন দেওয়া হয়। কিন্তু ঘন্টাখানেক পর ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন,'সাপে কাটার পর মারা গেছেন এমন তথ্য জানা নেই। এছাড়াও সাপে কাটা নিশ্চিত হলে বা কোনো অস্বাভাবিক কারনে কেউ মারা গেলে পুলিশকে জানালে অবশ্যই তদন্ত হবে। যেহেতু সাপে কাটার বিষয়ে কেউ থানায় অবগত করেনি তাই এ ব্যাপারে জানা নেই। '