গফরগাঁওয়ে আলোচনা সভা
প্রকাশ | ২১ মে ২০২৫, ১০:৪৮ | আপডেট: ২১ মে ২০২৫, ১০:৫৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এন এম আব্দুল্লাহ আল মামুন ।
ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আ.ন.ম. মাহফুজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম ও ওলামারা উপস্থিত ছিলেন ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। এ ঐতিহ্যকে ধরে রাখতে ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। প্রতিবেশী ও সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে বসবাস করতে হবে । নারী নির্যাতন,বাল্য বিবাহ ও মাদকসহ যে কোন সামাজিক সমস্যা দূর করতে হলে সামাজিক সচেতনতা জরুরি।
এজন্য তিনি ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে ওইসব সমস্যা সমাধানে ইমাম-মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহবান জানান। পরে দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ।