নকলায় ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ | ২১ মে ২০২৫, ১০:৫৩

নকলা (শেরপুর) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

জনদুর্ভোগ কমাতে এবং স্থানীয়ভাবে ন্যায় বিচার নিশ্চিত করতে শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ৮ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

এ প্রশিক্ষন কর্মশালয় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স টিমের সদস্য এসিল্যান্ড শেখ তাকী তাজওয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাসরিন জাহান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। 

গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. বিপ্লব হোসেন বলেন, গত ১৪ মে নকলা উপজেলায় এ প্রশিক্ষন শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউপি'র মোট ১০৮ জন ইউপি সদস্যদের নিয়ে মোট ৪ ব্যাচে ৮দিন ব্যাপী এ প্রশিক্ষন চলে আজ ২১ মে পর্যন্ত।