তারাকান্দায় ব্যাতিক্রমী উদ্যোগে  ইউএনও'র ভিজিএফ কার্ড বিতরণ

প্রকাশ | ২১ মে ২০২৫, ১১:০৮ | আপডেট: ২১ মে ২০২৫, ১১:১০

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে কামারিয়া ইউনিয়নে মধ্যে দিয়ে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০মে) কামারিয়া ইউনিয়নে সকাল থেকে দুই স্পটে মাইকিং এর মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ২৬৭৫টি ভিজিএফ কার্ড বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসাইন,
 ব্যতিক্রম উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। 
তারাকান্দা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতির মাধ্যমে সর্বপ্রথম কোন রাজনৈতিক নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানদের হস্তক্ষেপ ছাড়াই স্বচ্ছতার মাধ্যমে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে।

তারাকান্দা  উপজেলার ইউএনও মো: জাকির হোসাইন এই কার্যক্রম সম্পর্কে জানান, একটি ইউনিয়নের বৃহৎ জনগোষ্ঠীর মাঝে নির্ধারিত পরিমাণ কার্ড বিতরণ নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং কাজ।  এই দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার জন্য ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সকলের সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টা একান্ত কামনা করছেন।

এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে এবং ঈদুল আজাহার আনন্দ ভাগাভাগি করার সুযোগ সৃষ্টি করবে। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সরকার সমাজের অসহায় ও দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।