সাদুল্লাপুরে বজ্রপাতে সদ্য বিবাহিত যুবক নিহত

প্রকাশ | ২১ মে ২০২৫, ১২:২১

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
ছবি: প্রতীকী

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে লিমন মিয়া (২৫) নামের সদ্য বিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে তার বাবা হবি মিয়া।

মঙ্গলবার সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর (দক্ষিণ তাজনগর) গ্রামে এঘটনাটি ঘটে।

নিহত ছেলে ও আহত বাবা ওই গ্রামের বাসিন্দা। লিমন মিয়া কয়েকদিন আগে বিয়ে করেছেন।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে বাবা হবি মিয়া ও ছেলে লিমন মিয়া নিজের চাষাবাদকৃত জমিতে বরবটি তুলতে যায়। এসময় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে বাবা ছেলে পাশে একটি বিদ্যুত চালিত সেচ মটর ঘরে আশ্রয় নেয়।

ছেলে লিমন মিয়া ওই ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন। আর বাবা ঘরের ভিতরে ঢুকে পড়েন। এরই মধ্যে আকস্মিকভাবে বজ্রপাতে লিমন মিয়া ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে মর্মস্পর্শী ঘটনাটি জানাজানি হলে মুহুর্তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আব্দুর রহমান ঘটনার সত্যত্য নিশ্চিত করেন।

এ ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি জানার পর তাৎক্ষনিক ভাবে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে