গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় নারী নিহত
প্রকাশ | ২১ মে ২০২৫, ১৪:০০

গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রলি গাড়ির ধাক্কায় সাজেদা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে এদিন সকাল ৯টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মুল গেটের সামেনে একটি ট্রলিগাড়ির ধাক্কায় তিন মারাত্মক আহত হন। নিহত সাজেদা বেগম নড়াইল জেলার নড়াগাতি উপজেলার ডুমুরিয়া গ্রামের মোঃ আনিস মিয়ার স্ত্রী। তিনি শহরের শান্তিবাগ এলাকায় বসবাস করে বিভিন্ন বাসায় বাসায় কাজ করে রোজগার করতেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় ট্রলিগাড়ির ধাক্কায় পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান।