নীলফামারীতে সিবিও'র অর্জন শেয়ারিং ও প্লানিং সভা

প্রকাশ | ২১ মে ২০২৫, ১৫:৩৩

স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে সিবিও'র অর্জন শেয়ারিং ও প্লানিং সভায় উপস্থিত অতিথিরা: ছবি যায়যায়দিন

নীলফামারী সদর উপজেলা পর্যায়ে সিবিও সমূহের অর্জন শেয়ারিং ও প্লানিং সভা মঙ্গলবার (২০ মে) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। 

ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জামানীর সহযোগীতায় পল্লীশ্রী, প্রোমোটিং অপরচুনিটিস ফর ইউমেন ইম্পাওয়ারমেন্ট প্রজেক্টের আয়োজনে বিআরডিবি হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুসফিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ সরকার, প্রোগ্রাম ম্যানেজার মো. সেলিম রেজা, সিবিও প্রধান আরজু, কবিতা রানী রায়, সুলতানা রাজিয়া, সুধা রানী রায়, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের প্রোগ্রাম অফিসার শাহীন আক্তার।