বরুড়ায় রিহ্যাবিলিটেশন হেলথ ক্যাম্প
প্রকাশ | ২১ মে ২০২৫, ১৮:৫১ | আপডেট: ২১ মে ২০২৫, ১৯:০৩

কুমিল্লার বরুড়া পৌরসভার কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে রিহ্যাবিলিটেশন হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকাল থেকে দিনব্যাপী বরুড়া বাজার আহমেদীয়া লাইব্রেরী ও আহমেদীয়া এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী রোটাঃ মাহবুব আহমেদ এর সহযোগিতায় ও মিডিয়া পার্টনার দৈনিক আমার শহর এর পৃষ্ঠপোষকতায় প্রতিবন্ধী, বিকলাঙ্গ, প্যারালাইসিসে আক্রান্ত শিশু কিশোর, বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এদিন টিম লিডার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন এর প্রেসিডেন্ট ও সাবেক চেয়ারম্যান ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ প্রফেসর ড. মোঃ তসলিম উদ্দিন, কুমিল্লা বিএমএ ও ড্যাব এর সাবেক সভাপতি ও শিশু রোগ বিশেষজ্ঞ, কলামিস্ট ডাঃ মোঃ ইকবাল আনোয়ার, সহ মেডিসিন, শিশু চিকিৎসক, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা জেনারেল হসপিটাল এর ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ডাঃ সোহাগ চক্রবর্তী।
এদিন বরুড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে অটিজম আক্রান্ত, প্রতিবন্ধী, প্যারালাইসিস, শিশুরোগ, বাত ব্যথা, মেডিসিন সহ প্রায় দুই শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।