সামাজিক সমস্যা নিরসনে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হলো সভা

প্রকাশ | ২১ মে ২০২৫, ১৯:৩০

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় সামাজিক সমস্যা নিরসনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম: ছবি যায়যায়দিন

চুয়াডাঙ্গায় সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২১ মে) বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। 

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা বড় বাজার জামে মসজিদের ইমাম মুফতি জুনাইদ আল হাবিবী। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ পরিচালক  এ. কে. এম. শাহীন কবির। 

সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব, ধর্মীয় সহনশীলতা, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধ এবং সামাজিক নৈতিকতা রক্ষায় সচেতনতামূলক ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।