চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারীর মৃত্যু

প্রকাশ | ২১ মে ২০২৫, ২১:৩৯

স্টাফ রিপোর্টোর , চুয়াডাঙ্গা
ছবি : যায়যায়দিন

চুয়াডাঙ্গার  জয়রামপুরে  চলন্ত ট্রেন থেকে পড়ে গাফ্ফার আলি  আকাশ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী ছিলেন।

মৃত্যু গাফফার আলি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের কেন্দ্রীয় মসজিদ পাড়ার জিন্নাত আলির ছেলে। 

আজ বুধবার (২১ মে) বিকেল সারে ৫ টার দিকে উপজেলার জয়রামপুর রেল স্টেশনের কাছে আখ সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়,রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামি কপোতক্ষ ট্রেনটি  বিকেল সাড়ে ৫ টার দিকে জয়রামপুর রেল স্টেশনের কাছে আখ সেন্টার  এলাকায় পৌঁছালে অসাবধানতাঃবসত গাফফার ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। অফিস শেষে এই ট্রেনে চুয়াডাঙ্গা থেকে বাড়ীতে ফিরছিলেন আকাশ।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ।  কোন অভিযোগ না থাকলে ময়না তদন্ত শেষে  মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।