সেতুর মাঝে গর্ত, কাঠের তক্তা ফেলে যাতায়াত
প্রকাশ | ২২ মে ২০২৫, ১১:৪০

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্বডামুড্যা ইউনিয়নের বিশাকুড়ি-দ্বিগশুল ভায়া ইদ্রিস হাওলাদের বাড়ি পর্যন্ত সড়কের ওপর নির্মিত একটি সেতুর মধ্যে গর্ত হয়ে রড বের হয়ে গেছে।
ভাঙা সেতুর ওপর কাঠের তক্তা বিছিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার পূর্বডামুড্যা ইউনিয়নের বিশাকুড়ি-দ্বিগশুল ভায়া ইদ্রিস হাওলাদের বাড়ি পর্যন্ত সড়কের ওপর চরঠেংঙ্গারবাড়ী বাচ্চু আখনের বাড়ির পাশে সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা রয়েছে।
ফলে কয়েক হাজার মানুষকে এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সেতুটির দুই পাশের রেলিং ভেঙে গেছে অনেক আগে। সেতুর মাঝে বড় বড় গর্ত হওয়ায় কাঠের তক্তার চালি বিছিয়ে দিয়ে কোনোরকমে চলাচল অব্যাহত রয়েছে। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতুটি ভেঙে যাওয়ার পরে পুনঃস্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সেতুটি দিয়ে প্রতিদিন স্কুল, মাদ্রাসা-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে। সাইকেল ও মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ঝুঁকি নিয়ে পার হলেও বড় কোনো যানবাহন সেতুটি দিয়ে চলাচল করতে পারছে না।
স্কুলশিক্ষার্থী সাবিকুন নাহার মাহিনা বলেন, প্রতিদিন উপজেলার সদর ডামুড্যা বাজারে যেতে ঝুঁকিপূর্ণ সেতুটি পার হতে হয়। সেতুটি ভেঙে যাওয়ায় এর ওপর কাঠ বিছিয়ে দিলেও যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ডামুড্যা উপজেলা কার্যালয়ের প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন, বিশাকুড়ি-দ্বিগশুল ভায়া ইদ্রিস হাওলাদের বাড়ি পর্যন্ত সড়কের এই কাজটি আমরা দুইটি প্রজেক্টে বাস্তবায়ন করেছি কিন্তুু এই ব্রীজ টার আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম অর্থের সংকলন না থাকায় এটা ডিবিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এজন্য এটা বাস্তবায়ন সম্ভব হয়নি। পরবর্তীতে যদি অর্থের সংকলন পাওয়া যায় তাহলে করে দেওয়া হবে।