নিষেধাজ্ঞা অমান্য

কুতুবদিয়ায় অবৈধভাবে আহরণ করা ১২ মণ মাছ জব্দ

প্রকাশ | ২২ মে ২০২৫, ১১:৫৭

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কুতুবদিয়ায় অবৈধভাবে আহরণ করা সামুদ্রিক মাছ জব্দ । ছবি: যায়যায়দিন

কক্সবাজারের কুতুবদিয়ার সাগর চ্যানেল থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ১২ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ একটি ফিশিং বোট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।  এসময় তিন মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার ২১ মে বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর উদ্যােগে বাংলাদেশ নৌবাহিনীর টহলকারী জাহাজ বানৌজা শহীদ দৌলত সহযোগিতায় সাগরে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

এ ব্যাপারে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসাইন  বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

কিন্তু কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে লিপ্ত হচ্ছে। তিনি আরও জানান, তিনটি মামলায় ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত আনুমানিক ১২ মণ লইট্টাসহ মিশালি মাছের মধ্যে আনুমানিক ২ মণ মাছ ৫টি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং অবশিষ্ট মাছ দরবারঘাটে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ ডাককারীকে ২২ হাজার টাকায় বিক্রি করা হয়।

বিক্রয়কৃত অর্থ  সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে । নিষেধাজ্ঞা কার্যকরে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

এতে, উপস্থিত ছিলেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. নাজমুস সাকিবসহ নৌবাহিনী ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ ।