রামগতিতে প্রস্তুতিমুলক সভা

প্রকাশ | ২২ মে ২০২৫, ১৩:১২

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

লক্ষ্মীপুরের রামগতিতে আসন্ন পবিত্র ঈদ -উল- আযহা ১৪৪৬ হিজরি ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়েছে,। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন, আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন রিফাত হাসান, সহকারী কমিশনার ভুমি এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা, পুলিশ অফিসার সহকারী পরিদর্শক এস এম মজিবুর রহমান, বড়খেরী নৌ- পুলিশ, কোস্টগার্ড কমান্ডার, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, এনসিপির আহবায়ক আলমগীর হোসেন, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রধানগন সাংবাদিক নেতৃবৃন্দ এবং এনজিও ও সামাজিক নেতৃবৃন্দ। 

আলোচনা সভায় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রুবেল সরকার জানান রামগতি পৌরসভার দুটি বিবিরহাট বাজার একটি স্থায়ী বাজারসহ আট থেকে দশটি গরু ছাগলের হাট রয়েছে। 

এসমস্ত বাজারের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আছে, ছিনতাইকারী চুরি এবং পশুর হাটে জাল টাকার অবৈধ লেনদেনের ঘটনার বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

 এর আগে নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সভায় উপস্থিত বক্তারা বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন, এসময় আলোচনা কালে তারা বিগত আইন শৃঙ্খলা কমিটির প্রতিবেদনের গৃহীত সিদ্ধান্তের ওপর আলোকপাত করেন পরবর্তীতে চলতি মাসে ঘটে যাওয়া ইভটিজিং গরু মহিষ চুরি, সড়ক দূর্ঘটনাসহ বিভিন্ন অপমৃত্যুর বিষয়সহ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরু বাজার ইজারা ও নিয়ন্ত্রন, কিশোরগ্যাং বেড়িবাঁধ অবৈধ যানচলাচল বন্ধসহ নানাবিধ আলোচনা করা হয়।