বেলাবোতে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশ | ২২ মে ২০২৫, ১৩:৩৩

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

নরসিংদীর বেলাবো উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২মে) উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে,  কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাহবুব আলম লেলিন এর সঞ্চালনায়,  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(শস্য)সালাহ উদ্দিন টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহিবুর রহমান সিদ্দিকী,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুনাইদ ইবনে হামিদ নাঈম,সোনালী ব্যাংক বেলাবো শাখার ব্যবস্থাপক মোঃ মুকাব্বির হোসাইন,বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু,সাধারন সম্পাদক আমিনুল হকসহ, উপসহকারী, কমকর্তা, কৃষক-কৃষাণী,সাংবাদিক বৃন্দ। 

বক্তারা পার্টনার কংগ্রেসে প্যাকেজ প্রযুক্তিজ্ঞান, দৃষ্টিভঙ্গি ও ধারণা প্রকল্প এলাকায় কৃষি প্রযুক্তি,কৃষি যান্ত্রিকীকরণ,খাদ্য পুষ্টি,কৃষিপণ্য মুল্যশৃংখলা এবং পার্টনারের প্রযুক্তি ও কলাকৌশল সমুহের টেকসই বিষয়ক সমূহ নিয়ে আলোচনা করা হয়।