ঈদগাঁওয়ে চার দফা দাবীতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশ | ২২ মে ২০২৫, ১৪:২৫

ঈদগাঁও (কক্সবাজার)  প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায়  ঔষধের বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নেয়া, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ ও ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ মে (বৃহস্পতিবার)  সকাল ১১ টার দিকে উপজেলার ঈদগাঁও বাজার শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি শাহনেওয়াজ মিন্টু। 

সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ডাঃ এহসানুল হক, ডাঃ সনজিত দাশ, ডাঃ বজলুর রহিম শাহেদ প্রমুখ।

এসময় ঈদগাঁও বাজারের শতাধিক ফার্মেসীর মালিক-কর্মচারী মানববন্ধনে অংশ নেন।