ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ | ২২ মে ২০২৫, ১৪:৪০

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৪৪ নং পশ্চিম চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ মে বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান গাজী, সদস্য মো. শাহাজাহান মোল্লা, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী যতীনানন্দ মণ্ডল, এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম চাড়াখালী রহিমিয়া হেফজখানা ও ইয়াতিমখানার সুপারিনটেনডেন্ট হাফেজ ইব্রাহিম খলিল।
প্রধান শিক্ষক মজিলা খানম বলেন, “মায়েদের আরও সচেতন হতে হবে। সন্তানের পড়াশোনার খোঁজখবর ভালোভাবে রাখতে হবে। বিদ্যালয়ে পাঠানোর সময় পরিপাটি করে পাঠাবেন। খাতা-কলম ও পেনসিল আছে কি না তা লক্ষ্য রাখতে হবে। কারণ, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ।”