গাইবান্ধায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময়
প্রকাশ | ২২ মে ২০২৫, ১৪:৫৬

গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা বার ভবনের তৃতীয় তলায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান।
সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব সজিব, জেলা সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খান, ফরহাদ হোসেন নিয়ন, মোস্তফা সারওয়ার সোহান, রবিউল আলম সৈকত, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান প্রমুখ।