গাঁজাসহ সিংগাইরে মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ | ২২ মে ২০২৫, ১৫:১২

৫ কেজি গাঁজাসহ লিটন মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের সিংগাইর পুলিশ।
বুধবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ডোনখালপাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লিটন মোল্লা ওই গ্রামের ঝুমুর উদ্দিন মোল্লার ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন মোল্লা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবার করে আসছে। বুধবার গাঁজার একটি বড় চালান তার বাড়িতে এনে রাখে। এমন খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে এদিন রাত সোয়া ১১ টার অভিযান চালিয়ে লিটন মোল্লাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার দেওয়া তথ্যমতে শয়ন কক্ষে হতে পলিথিন মোড়ানো ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে, ও,এম তৌফিক আজম বলেন, এঘটনায় গ্রেফতারকৃত লিটন মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হলে জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।