সোনাগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ 

প্রকাশ | ২২ মে ২০২৫, ১৫:৩৬

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফেনীর সোনাগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) সকালে অনুষ্ঠিত হয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা আকতারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাইন উদ্দিন আহমেদ, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হানিফ, এসডিএফ প্রকল্পের ক্লাস্টার অফিসার সুলতানা আক্তার। 

এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০জন মৎস্য চাষীকে ২৫কেজি করে মৎস্য খাদ্য প্রদান করা হয়েছে। পরবর্তি ধাপে আরও ২৪০জন কে মৎস্য পোনা প্রদান করা হবে।