প্রতিরক্ষা কলোনীর জনগণ

ঘোড়াঘাটে জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ

প্রকাশ | ২২ মে ২০২৫, ১৫:৩৫

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
অবৈধ দখলদার মুক্তকরণ ও ভূমিদস্যদের বিরুদ্ধে মানববন্ধন।।: যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি অবৈধ দখলদার মুক্তকরণ ও ভূমিদস্যদের বিতারিত করার লক্ষ্যে বিক্ষোভ সমাবেশসহ নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন অধিকার বঞ্চিত লীজ গ্রহিতা ও অবসরপ্রাপ্ত সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা। 

আজ বৃহস্পতিবার (১৯মে) উপজেলা পরিষদ চত্বরে ওসমানপুর, খোদাদাদপুর, নুরজাহানপুর, আফসারাবাদ ও হায়দার নগর কলোনী অধিকার বঞ্চিত লীজ গ্রহীতা ও তাদের পরিবারের সদস্যরা বিক্ষোভ মিছিল বের করে ওসমানপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশে অবসর প্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আবুল হোসেন , লে. কর্পোরাল মো. রুহুল আমিন ও সৈনিক আজগর আলী  বলেন, ১৯৪৭ সালে পাক-ভারত বিভক্তির পর ভারত হতে আগত সশস্ত্র বাহিনীর সদস্য (যারা মোহাজের নামে পরিচিত) এবং তাদের পরিবারবর্গকে পুনর্বাসনের উদ্দেশ্যে অন্যান্য জেলা উপজেলার ন্যায় দিনাজপুর জেলার এল ,এ কেস নং ৬৮/৪ অফ ৫২-৫৩ এর মাধ্যমে ঘোড়াঘাট উপজেলায় ১৪টি মৌজায় সর্বমোট ১৩৭৫.০০ একর জমি একোয়ার করা হয়।

এই জমি পরবর্তীতে মিলিটারী ফ্যামিলী রিহ্যাবিলিটেশন অফিস (এম.এফ.আর.ও) এর তত্ত¡াবধানে পাঁচটি প্রতিরক্ষা কলোনীর সর্বমোট ২৬৪ জন মোহাজের পরিবারকে অস্থায়ী ভিত্তিতে টোকেন- স্নিপের মাধ্যমে বরাদ্দ প্রদান করা হয়। তৎকালীন রংপুর এ অবস্থিত ব্রিগেডের তত্বাবধানে এম এফ আর ও কৃর্তক একটি ক্যাম্প স্থাপন করে ২৬৪ জন মোহাজের দের জমির বিস্তারিত তালিকা প্রস্তুত করে কলোনীতে বসবাসের জন্য বাসস্থান পরিকল্পনা করে  কলোনী প্রতিষ্ঠা করা হয়। 

এ জমির প্রত্যাশী "মিলিটারী ফ্যামিলী রিহ্যাবিলিটেশন অফিস (এম.এফ.আর ও) এর স্বপক্ষে জেলা কালেক্টরেট দিনাজপুর কর্তৃক ইনফরমেশন ¯িøপ নং ৬৪ তারিখ ১০-২-২০০০ ইং এবং ২৮ এপ্রিল ১৯৬৫ তারিখে গেজেট প্রকাশ হয়েছে যাহা বিজ্ঞ আদালত কর্তৃক একজিবিট করা হয়েছে। ১৯৬৫ সালে যাদেরকে জমি বরাদ্দ দেয়া হয় তারা দেশ ত্যাগ, নিঁখোজসহ নানা কারনে উপস্থিত না থাকার কারনে প্রতিরক্ষা কলোনী জমিগুলো  খালি থাকে। এ সুযোগে জাল দলিল তৈরি করে সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণার্থে এ্যাকুইজিশনকৃত ভুক্ত  জমি অবৈধভাবে বিভিন্ন লোকজনের নিকট ক্রয়-বিক্রয় করে বলে অভিযোগ করে বক্তরা। যার ফলে ভূমিদস্যুদের জবরদস্তি ও সন্ত্রাসী কার্যকলাপের কারনে প্রকৃত লিজ গ্রহিতারা জমি দখল পাননি। 

বক্তারা লীজকৃত জমি অবৈধ দখলদার মুক্ত করে প্রকৃত লিজ গ্রহীতাদের জমি বুঝিয়ে দেয়া ও তাদের নিরাপত্তা প্রদানসহ ওসমানপুরে সেনা ক্যাম্প স্থাপনরে জোর দাবী জানান।

ক্যাপশনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি অবৈধ দখলদার মুক্তকরণ ও ভুমিদস্যুদের বিতারিত করার লক্ষে বিক্ষোভ সমাবেশ করেন, অধিকার বঞ্চিত লীজ গ্রহিতা অবসর প্রাপ্ত সৈনিকরা ও তার পরিবারের সদস্যরা