সখীপুরে ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সম্মেলন
প্রকাশ | ২২ মে ২০২৫, ১৬:৪৩

টাঙ্গাইলের সখীপুরে ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে পার্টনার (প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ) প্রকল্পের আওতায় কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়।
সখীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস সম্মেলনে কৃষি অফিসার নিয়ন্তা বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, অতিরিক্ত কৃষি অফিসার আয়শা আক্তার, সহকারী সমবায় অফিসার বাহারুল ইসলাম, জামাতে ইসলামীর সাবেক আমির ফজলুল হক, বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ।
কৃষি অফিসার নিয়ন্তা বর্মন তার বক্তব্যে বলেন, উপজেলায় ২০২৪/২৫ অর্থবছরের ১৯টি কৃষক পার্টনার স্কুল রয়েছে; এতে ২৫ জন করে কৃষক পার্টনার স্কুলের সদস্য করা হয়। এছাড়াও কৃষকদের নিবন্ধনের আওতায় এনে স্মার্টকার্ড দেওয়া হবে।
কৃষকদের দক্ষতা বৃদ্ধি,পুষ্টি নিরাপত্তা, টেকসই কৃষিচর্চা প্রসারিত করা, কৃষি উদ্যোক্তা ও তাদের প্রশিক্ষণ দেওয়াই হচ্ছে পার্টনার কংগ্রেসের উদ্দেশ্য। সম্মেলনে শতাধিক কৃষক-কৃষাণি অংশ গ্রহণ করেন।