ফরিদপুরে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সভা 

প্রকাশ | ২২ মে ২০২৫, ১৭:৫৪

ফরিদপুর প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা সমাজ সেবা ভবন হল রুমে অনুষ্ঠিত সেমিনারের সভাপতিত্ব করেন সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম আলী আহসান। 

জেলা সমাজ সেবা অধিদপ্তর ফরিদপুর কতৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা  প্রশাসক সার্বিক  মোঃ সোহরাব হোসেন।

সেমিনারে আরো বক্তব্যে রাখেন, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক খান,ফরিদপুর মসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাসউদা হোসেন। 

সেমিনারে প্রান্তিক পেশাজীবির মধ্যে  কামার,কুমার,বাঁশ ও বেত,কাসা/ পিতল,জুতা মেরামত,লোকজ যন্ত্র, লোকজ শিল্পী,নকশীকাঁথা শিল্পী,নাপিত, শীতলপাটি ও শতরঞ্জি পেশার জনগোষ্ঠীসহ সাংবাদিক,সরকারি,বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশনেন।