পাইকগাছায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশ | ২২ মে ২০২৫, ১৮:২৯

পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অবসরপ্রাপ্ত সচিব মোঃ তৌহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, জেলা আইসিটি কর্মকর্তা আলিমুজ্জামান খান।
উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা জাহিদুর রহমান, মহিম গাংগুলি, সহকারী অধ্যাপক হোসনেআরা খানম, সরদার আব্দুর রাজ্জাক, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, সেখ রুহুল কুদ্দুস, গাজী নুর মোহাম্মাদ, শিক্ষার্থী সায়েমা তাসনিম তিশা ও তুরানী আক্তার রাশা। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।