বাজিতপুর মডেল মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে

প্রকাশ | ২২ মে ২০২৫, ১৯:০২

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর মডেল মসজিদ: ছবি যায়যায়দিন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৌর শহরের বড় ব্রিজ সংলগ্ন ৪৪ শতাংশ জায়গায় মডেল মসজিদটির কাজ প্রায় শেষের পথে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। 
পিডব্লিউডি'র মাধ্যমে নাইমা এন্টারপ্রাইজ এই মসজিদটি ১২ কোটি ৫৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে দুই বছর আগে নির্মাণ শুরু করে।
এখানে ইসলামিক শিক্ষা, ইসলামিক একাডেমিকেল পড়াশোনাসহ সকল পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হবে। 

নাঈমা এন্টারপ্রাইজে ইঞ্জিনিয়ার হাসান রনি বলেন, এই মডেল মসজিদের নির্মাণ কাজ খুব সুন্দরভাবে করা হয়েছে। পিডব্লিউডির কিশোরগঞ্জ নিবার্হী প্রকৌশলী সুজন পাল বলেন, তিনি এবং কোম্পানির লোকজন সাবক্ষণিক কাজ করার কারণে শিগগিরই এর কাজ শেষ হবে।