ডিজিটাল প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে নীলফামারীতে ল্যাপটপ বিতরণ
প্রকাশ | ২২ মে ২০২৫, ১৯:২২

মানসম্মত ও ডিজিটাল প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারী সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হলরুমে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মণ্ডল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতাউল গনি ওসমানী ও মো. নুরুজ্জামান, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মানিক ও আব্দুল আলিমসহ আরও অনেকে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হবে।