কেন্দুয়া মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি অনুমোদন
আহ্বায়ক নূরুল, সদস্য সচিব আব্দুল কদ্দুস
প্রকাশ | ২২ মে ২০২৫, ১৯:৪০

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখা আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
এতে বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হক ভূঞাকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কদ্দুস খন্দকারকে ( লালচান) সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, এখলাছ উদ্দিন, মোখলেছুর রহমান, আবু সিদ্দিক, আবতাফ উদ্দিন, মনজিল মিয়া, জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম ও আব্দুল হেকিম মাস্টার।
এই কমিটি অনুমোদন দিয়েছেন জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক।