সড়কের অতিরিক্ত স্পিড ব্রেকার অপসারণ দাবিতে গণ-স্বাক্ষর ও মানববন্ধন

প্রকাশ | ২২ মে ২০২৫, ১৯:৪৭

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে অতিরিক্ত স্পিড ব্রেকার অপসারণ দাবিতে এলাকাবাসীর মানববন্ধন: ছবি যায়যায়দিন

নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা থেকে হাজারীহাট পর্যন্ত মাত্র ৩ দশমিক ৭ কিলোমিটার  সড়কে ২৯টি স্পিড ব্রেকার রয়েছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ কারণে অতিরিক্ত স্পিড ব্রেকার অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট শ্মশানের সামনে গণ-স্বাক্ষর গ্রহণসহ এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। 

কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনিছুল ইসলাম চৌধুরী, আমার স্বপ্ন’ সামাজিক সংগঠনের সভাপতি নেহারুল করিম, ব্যাটারি-চালিত অটো-রিকশা চালক মো. ফকির ও মজিদুল ইসলাম প্রমুখ। 

কর্মসূতিতে বক্তারা জানান, গত ১৫ এপ্রিল একই দাবিতে আমার স্বপ্ন’ নামে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে নীলফামারী জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন দেওয়া হয়।

এছাড়াও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীকে মৌখিকভাবে একাধিকবার বিষয়টি অবগত করা হলেও আজ অবধি ওই সড়কটি থেকে অতিরিক্ত স্পিড ব্রেকার অপসারণে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

তাই বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে আগামী ৭২ ঘন্টার মধ্যে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খিয়ারজুম্মা থেকে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট পর্যৗল্প পাকা সড়কে থাকা অতিরিক্ত স্পিড ব্রেকারগুলো অপসারণে দ্রুত পক্ষক্ষেপ নেওয়ার দাবি জানান। 
অন্যথায় একই দাবিতে আগামীতে রংপুর- দিনাজপুর মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।