একক দরপত্র: আ.লীগ নেতার অস্থায়ী গরু বাজারের ইজারা বাতিল

প্রকাশ | ২২ মে ২০২৫, ২০:৫১

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঈদুল আযহাকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার অস্থায়ী গরু বাজারের দরপত্র বৃহস্পতিবার বিকেলে পৌর মিলনায়তনে সকলের উপস্থিতিতে খোলা হয়। 

এসময় দেখা যায়, দরপত্র ক্রেতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কারসাজির অভিযোগে দরপত্র বাতিল করে পুনঃ দরপত্র আহ্বান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) দরপত্র মূল্যায়ন সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমার উপস্থিতিতে সিলগালা দরপত্র বাক্স খুলে মাত্র একটি শিডিউল পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিডিউলটি জমা দেন পৌরসভার সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা কাজী বাবুল।

জানা যায়, পৌরসভা কর্তৃপক্ষ বাজার ইজারার দরপত্র আহ্বান করে গত ১৫-২১ মে বিকেল পর্যন্ত দরপত্র বিক্রয় করা হয়। ২২ মে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত শিডিউল ড্রপ করার সময় নির্ধারণ করা হয়। দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে সকলের উপস্থিতিতে বিক্রিত ১২টি শিডিউলের মধ্যে ১টি শিডিউল জমা হওয়ায় দরপত্র বাতিল করে পুনঃ দরপত্র আহ্বান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন বলেন, ৭৪ হাজার ৭৫০ টাকায় দরপত্র নির্ধারণ করা হয়। ৭৫ হাজার টাকায় একটি শিডিউল জমা পড়ে। এ ক্ষেত্রে আমাদের মনে হয়, কোনো একটি পক্ষ অথবা দরপত্র ক্রেতারা পূর্ব যোগাযোগের মাধ্যমে সরকারকে রাজস্ব বঞ্চিত করার উদ্দেশ্যে সম্মিলিতভাবে তারা এই ব্যবস্থা নিয়েছে। এই কারচুপির মাধ্যমে সরকারকে রাজস্ব বঞ্চিত করা হচ্ছে প্রতীয়মান হওয়ায় টেন্ডারটি বাতিল করা হলো এবং রি-টেন্ডারের আহ্বান করা হয়েছে।


সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা কাজী বাবুল বলেন, ‘পৌর প্রশাসক যেটা ভালো মনে করেছেন, তিনি তাই সিদ্ধান্ত দিয়েছেন। এতে আমার কিছুই বলার নাই’।

অপরদিকে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সকলের উপস্থিতিতে শিডিউল বক্স খুলে দরপত্র মূল্যায়ন শেষে ৩৪টির মধ্যে ২৮টি অস্থায়ী গরু বাজার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোবায়ের আহমেদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সিনিঃ সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন, সিনিয়র সাংবাদিক আবু বক্কর সুজন, সানোয়ার হোসেন প্রমুখ