টুঙ্গিপাড়া একাধিক অপহরণ মামলার আসামী গ্রেফতার

প্রকাশ | ২৩ মে ২০২৫, ১১:১৭

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
হোতা তাহীন সেখ ও হামিম ওরফে গেদু গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাধীন গিমাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় ২৩ মে ২০২৫, শুক্রবার রাত দেড়টার দিকে এক চাঞ্চল্যকর অভিযানে অপহরণ চক্রের মূল হোতা তাহীন সেখ ও হামিম ওরফে গেদু গ্রেপ্তার হয়েছে। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের নির্দেশে এসআই মনির হাসানও এস আই নাজমুলের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম এ অভিযান পরিচালনা করে।
তথ্য  নিশ্চিত করেছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

গ্রেপ্তারের সময় তাহীন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়, এতে কনস্টেবল কাজল গুরুতর আহত হন। পরে তাকে টুংগীপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়।

তাহীন ও তার চক্র দীর্ঘদিন ধরে গোপালগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে অপহরণ, মুক্তিপণ আদায়, শারীরিক ও মানসিক নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাহিনের বিরুদ্ধে একাধিক মামলা ও পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

হামিম ওরফে গেদুর বিরুদ্ধে চারটি গ্রেফতারি পরানো রয়েছে। এর আগে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় তাহীনকে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে লিপ্ত হয়।

পুলিশ জানায়, তাহীন চক্রের সদস্যরা নিরীহ মানুষদের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ আদায় করত এবং তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। এই চক্রের কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কিত ছিল।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, তাহীনকে গ্রেপ্তারের মাধ্যমে একটি বড় অপহরণ চক্রের মূল হোতাকে আইনের আওতায় আনা হয়েছে। 

তাহীন ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এলাকাবাসী পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং আশা প্রকাশ করেছে যে, এর মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।