বিপুল পরিমান অবৈধ সার জব্দ, গোডাউনে তালা
প্রকাশ | ২৩ মে ২০২৫, ১৪:১৯

গাজীপুরের শ্রীপুরে গ্ৰামের একটি গোডাউনে অবৈধভাবে ভেজাল সার উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সময় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় সেখান থেকে সার জব্দ ও গোডাউনে তালা দেওয়া হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া এ অভিযান পরিচালনা করা হয়। কৃষি অফিসের ব্যবস্থাপনায় অভিযানের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সাইটালিয়া গ্ৰামে রফিকুল ইসলামের মালিকানাধীন একটি ঘরে অবৈধ উপায়ে অটোরিকশার চার্জ দেওয়ার কাজ চলে আসছিল।
একই ঘর গোডাউন হিসেবে ব্যবহার করে সেখানে ভেজাল সার উৎপাদন করছিলেন স্থানীয় মো. মাসুদ মিয়া। গোপন সংবাদে ভেজাল সার উৎপাদনের খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এসময় ৩টন ভেজাল সার জব্দ করে। পরে সেগুলো ধ্বংস করা হয়।'
উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন,' গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনে অভিযান পরিচালনা করে সার জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে উৎপাদনকারী পালিয়ে যায়।
ফলে কাউকে জরিমানা করা যায়নি। তবে, জব্দকৃত সার ধ্বংস করে গুদামে তালা দেওয়া হয়েছে।'
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন,' একই গোডাউনে বিভিন্ন নামে ভেজাল সার উৎপাদন করা হচ্ছিল। কিন্তু তাঁদের কোনো অনুমোদন ছিল না।
পরে তাঁদের সালগুলো ধ্বংস করা হয়েছে। এ ছাড়া উৎপাদন বন্ধ করতে কারখানার গোডাউনটি তালাবদ্ধ করা হয়। ভেজাল মুক্ত রাখতে এমন অভিযান চলমান থাকবে।'