লৌহজংয়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
প্রকাশ | ২৩ মে ২০২৫, ১৪:৪৮

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বানিয়াগাঁও গ্রামে অনুমোদনহীনভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ও ভরাট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে স্থানীয় প্রশাসন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসট্রেট মো. আব্দুল্লাহ আল ইমরান।
অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারার অধীন এই দণ্ডাদেশ প্রধান করেন।
বৃহস্পতিবার দুপুরে লৌহজং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বানিয়াগাঁও গ্রামে একাধিক ব্যক্তি অনুমতি ব্যতীত মাটি কেটে ভরাটের কাজ করছিলেন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
দ্ন্ডপ্রাপ্ত আসামীর মধ্যে রয়েছে বানিয়াগাঁও গ্রামের
রোমান মৃধা (৩৩)কে, ৩ (তিন) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত।
অনাদায়ে আরও ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড, হাসিব (১৮)কে ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ১৫ (পনের) দিনের কারাদণ্ড, মুন্না আলম (১৮)কে একইভাবে ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ১৫ (পনের) দিনের কারাদণ্ড।
এ বিষয়ে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান -জানান সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
অবৈধভাবে মাটি কাটার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয় এতে ক্রমশই কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয় প্রশাসন আরো জানিয়েছে, এ ধরনের অপরাধ রোধে নিয়মিত তদারকি ও অভিযান চলবে। ভূমি সংক্রান্ত অপরাধ দমনে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।