গাজীপুরে পোশাককর্মীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
প্রকাশ | ২৩ মে ২০২৫, ১৬:০৬ | আপডেট: ২৩ মে ২০২৫, ১৬:৪৮

গাজীপুর মহানগরের সালনা এলাকায় কারখানায় ডিউটি শেষে রাতে বাসায় ফেরার পথে শারমিন আক্তার (২৮) নামে এক পোশাককর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার স্বামী মোজাম্মেল হকের দ্বিতীয় স্ত্রী ছিলেন, স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহের ফুলপুর থানার পাহাড়ছড়ি গ্রামের শারমিন আক্তারের সঙ্গে একই থানার তিতপুর গ্রামের মোজাম্মেল হকের কিছুদিন আগে বিয়ে হয়। তারা গাজীপুর মহানগরের সালনা এলাকায় বসবাস করতেন৷ কিছুদিন ধরে স্ত্রী পরকীয়া করছেন—এমন অভিযোগে তাদের মধ্যে ঝগড়া চলছিল। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে শারমিন ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে হত্যার শিকার হন।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক এসআই কায়সার হাসান ফারুক বলেন, ‘‘পরকীয়ার জের ধরে এক নারীকে তার বর্তমান স্বামী ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘খুনের ঘটনার পর রাতেই এলাকায় অভিযান চালিয়ে স্বামী মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’