টঙ্গিবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ | ২৩ মে ২০২৫, ১৮:৩৪

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মো: শহিদ হোসেন ঢালী

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট মো: শহিদ হোসেন ঢালীকে ঢাকার ওয়ারী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার দিবাগত রাতে ওয়ারী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। সে পাঁচগাও ইউনিয়নের মান্দ্রা গ্রামের মৃত হারুন অর রশিদ এর ছেলে। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. এডভোকেট শহিদ হোসেন ঢালী টঙ্গীবাড়ী থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ মামলার আসামি । বৃহস্পতিবার সকাল ১০টায় তাকে কোর্টে পাঠানো  হয়। পরে কোর্ট জেলহাজতে প্রেরণ করেন ।