সখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিশুর
প্রকাশ | ২৩ মে ২০২৫, ১৯:৩৪

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান নামের ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে সখীপুর-গোড়াই সড়কের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।
পরিবারসূত্রে জানা যায়, আজ বেলা ১২ টার দিকে সাফওয়ান বাবা-মায়ের সাথে তার মামার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। এসময় অটোগাড়ি থেকে নেমে তার বাবা ভাড়া দেওয়ার সময় সাফওয়ান রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে ট্রাকচাপায় পিষ্ট হয়।
পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, ঘাত ক ট্রাকটি আটক করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।